মোঃ আলিমুল ইসলাম, জেলা প্রতিনিধি ,কুড়িগ্রাম।
কুড়িগ্রামে পবিত্র মাহে রমজান মাসে পত্রিকার হকার,ভ্যানশ্রমিক সহ কর্মহীনদের মাঝে সবজী বিতরণ করা হয়েছে। গত১০/০৫/২০২০ইং ৩টার সময় কুড়িগ্রাম প্রেসক্লাব চত্বরে বিতরণের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের , সাধারণ সম্পাদক ও উদ্যোক্তা খ.ম আতাউর রহমান বিপ্লব, পৌর আ.লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান সাজু, সাংবাদিক জুয়েল রানা,বিশ্বজিৎ রায় ,মাসুদ রানা প্রমুখ।এসময় কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খ.ম আতাউর রহমান বিপ্লবের উদ্যোগে দুই শতাধিক পত্রিকার হকার ও কর্মহীনদেও মাঝে বিনামূল্যে আলু, মিস্টিকুমড়া, বরবটি, করলা, শশা. লেবু, টমেটো ও কলমি শাক বিতরণ করা হয়।বিতরণ অনুষ্ঠানে উদ্যোক্তারা , যে কোন সংগঠন বা বিত্তবানদের করোনা পরিস্থিতিতে সামনে এগিয়ে আসার আহবান জানান। উল্লেখ্য,গত ৩ মে বিশ্বমুক্ত গনমাধ্যম দিবস থেকে প্রতি সপ্তাহে দুইশত ব্যক্তির মাঝে এসব সবজি বিতরন করা হয় । প্রেসক্লাব এর তথ্যমতে এ পর্যন্ত ২ হাজার ব্যক্তি এসব সবজি বিতরণ করা হয়েছে ।
দৈনিক বাংলাদেশ আলো পত্রিকায় প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।