ঢাকাশুক্রবার, ২৪শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, সকাল ৭:০৬
আজকের সর্বশেষ সবখবর

দিনাজপুরে করোনা যোদ্ধা সাংবাদিকদের মাঝে আর্থিক সহায়তা প্রদান !!

নিজস্ব প্রতিবেদক
মে ১২, ২০২০ ৩:৩০ অপরাহ্ণ
পঠিত: 51 বার
Link Copied!

দিনাজপুর প্রতিনিধিঃ মোঃ রিয়াদ হাসান আকাশঃ

প্রাণঘাতি করোনা ভাইরাস (কোভিড-১৯) মোকাবেলায় দেশের সর্বস্তরের মানুষ আপমর চেষ্টা করে যাচ্ছে। দেশের রাজনৈতিক, পুলিশ, ডাক্তারের পাশাপাশি সাংবাদিকেরাও করোনা যুদ্ধে যোদ্ধার পরিচয় দিয়েছে। করোনা যুদ্ধে বীরের মত ঝাপিয়ে পড়েছে সাংবাদিকেরা। সমাজের সব পেশার লোকই করোনা মোকাবিলায় কাজ করছে। কিন্তু এদের মধ্যে সাংবাদিক, চিকিৎসক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বেশি ঝুঁকিতে।

সাংবাদিকেরা করোনার সংক্রমণের ঝুঁকি নিয়ে আমাদের যেভাবে তথ্য দিয়ে যাচ্ছেন, সেটা প্রশংসার। যেকোনো দুর্যোগ মোকাবিলায় সাংবাদিকেরা অপরিসীম দায়িত্ব পালন করে। তেমনি করোনা পরিস্থিতি সম্পর্কে তাঁরা সর্বদা আপডেট তথ্য দিয়ে থাকেন।

তাই সাংবাদিকদের কাজের আগ্রহ আরও বাড়াতে এবং তাদের পাশে দাড়াতে দিনাজপুরে কর্মরত ৩০ জন সাংবাদিকদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন, দিনাজপুর জেলা ত্রাণ কমিটির আহবায়ক আলতাফুজ্জামান মিতা। সদস্য সচিব মোঃ ফারুকুজ জামান চৌধুরী মাইকেল, সদস্য ও জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক কামরুল হুদা হেলাল, সাংগঠনিক সম্পাদক শাহ মোঃ রফিকুল ইসলাম, প্রচুর সম্পাদক রনজিৎ কুমার সাহা, রুর‌্যাল জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি মোঃ ফারুক হোসেন

দৈনিক বাংলাদেশ আলো পত্রিকায় প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না