আবদুল মজিদ, ফেনী সদর প্রতিনিধি:
বিশ্বব্যাপী মহামারী করোনা ভাইরাসে কর্মহীন ও অসহায় মানুষের পাশে থাকতে ফেনীতে ৪২ সদস্যর একটি সেল গঠন করেছে বিএনপি। মঙ্গলবার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা বিএনপির আহবায়ক কমিটি সদস্য আলাল উদ্দিন আলাল।
আলাল উদ্দিন আলাল জানান, বর্তমান পরিস্থিতে অসহায় ও কর্মহীন মানুষের পাশে থাকতে কেন্দ্রিয় নির্দেশনা অনুযায়ী বিএনপি ও অঙ্গসংগঠনের ৪২ জন নেতাকর্মীকে দিয়ে এ পর্যবেক্ষণ সেল গঠন করা হয়েছে। করোনার সার্বিক পরিস্থিতি পর্যলোচনা করে প্রতিবেদনে তুলে ধরে সদস্যরা কাজ করবে।
জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার করোনা পর্যবেক্ষণ সেলের আহবায়ক থাকবে। সেলে বিএনপির পাশাপাশি সহযোগি সংগঠনের নেতাদের অন্তর্ভুক্ত করা হয়েছে। আর তারা হলেন জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, যুগ্ম-আহবায়ক প্রফেসর এম এ খালেক গাজী হাবিব উল্যাহ মানিক, এয়াকুব নবী, আলাউদ্দিন ও আনোয়ার হোসেন পাটোয়ারীসহ আরও সহযোগি সংগঠনের নেতাদের সদস্য করা হয়েছে।
দৈনিক বাংলাদেশ আলো পত্রিকায় প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।