ঢাকাবৃহস্পতিবার, ২৩শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, বিকাল ৫:১৬
আজকের সর্বশেষ সবখবর

মাহমুদুল হাসান, সাব-এডিটর
মে ১২, ২০২০ ১০:৪৪ অপরাহ্ণ
পঠিত: 41 বার
Link Copied!

প্রকাশ দেব,চট্টগ্ৰাম।

অবশেষে রাউজানে পৌঁছে গেছে করোনাভাইরাস। রবিবার রাউজানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়েছে। চট্টগ্রামের মধ্যে এ উপজেলাটি এতোদিন করোনামুক্ত বলে বিবেচিত হচ্ছিল। রবিবার শনাক্ত হওয়া বাদশা মিয়া (৩৫) পেশায় অটোরিকশার চালক। তিনি ইতিমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ অবস্থায় নতুন করে তার নমুনা পরীক্ষার উদ্যোগ নেয়া হয়েছে। সাথে নমুনা পরীক্ষা হবে হাসপাতাল সংশ্লিস্ট অনেকের।উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবীর সোহাগ জানান, সর্দি, কাশি ও জ্বর নিয়ে গত ১ মে রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন বাদশা মিয়া। ৩ মে তার নমুনা সংগ্রহ করে চট্টগ্রাম ভেটেরিনারি ও এ্যানিমেল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) ল্যাবে প্রেরণ করা হয়েছিল। রিপোর্ট আসার আগেই ৯ মে সুস্থ হয়ে বাদশা মিয়া বাড়ি ফিরে গেছেন। তবে রবিবার পাওয়া ফলাফলে তার করোনা পজেটিভ এসেছে।’উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নুর আলম দ্বীন বলেন, ‘আমরা প্রথমে নমুনা পাঠিয়েছিলাম ফৌজদারহাট বিআইটিআইডিতে। সেখান থেকে চট্টগ্রাম ভেটেরিনারি ও এ্যানিমেল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) পরীক্ষার জন্য পাঠায়। এরপর রবিবার পাওয়া ফলাফলে করোনা শনাক্ত হয়েছে। রোগী সুস্থ হয়ে বাড়ি গেলেও এখন হাসপাতালের প্রায় সব স্টাফের নমুনা পরীক্ষার উদ্যোগ নেয়া হচ্ছে।’এদিকে রাউজানে প্রথম রোগী শনাক্তের পর বাদশা মিয়ার বাড়িটি লকডাউন করা হয়েছে। স্থানীয় ইউপি চেয়ারম্যানের মাধ্যমে তার বাড়িতে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হয়েছে। বাদশা মিয়ার বাড়ি উপজেলার ডাবুয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কান্দিপাড়ায়।

দৈনিক বাংলাদেশ আলো পত্রিকায় প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না