লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ শরিফ হোসেন
লক্ষ্মীপুরে পথচারীকে বাঁচাতে গিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী ইউপি সদস্য (মেম্বার) বেলাল হোসেনের (৪০) মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ মে) দুপুরে সদর উপজেলার মান্দারী ইউনিয়নের নতুন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত বেলাল জেলার কমলনগর উপজেলার চরকাদিরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য এবং ওই ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মান্দারী বাজার থেকে মোটরসাইকেলযোগে বেলাল কমলনগরের ফজুমিয়ার হাট যাচ্ছিলেন। পথিমধ্যে নতুন বাজার এলাকায় পৌঁছলে এক পথচারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারায়। এসময় সড়কের পাশে গাছের সঙ্গে গিয়ে ধাক্কা লেগে বেলাল গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
চরকাদিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা খালেদ সাইফুল্লাহ বলেন, বেলালের মৃত্যুতে আমরা মর্মাহত। তার মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
দৈনিক বাংলাদেশ আলো পত্রিকায় প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।