ঢাকাশুক্রবার, ২৪শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, সকাল ৬:৪৭
আজকের সর্বশেষ সবখবর

বাগমারায় রাতভোর ঘুড়ি উৎসবে মেতে উঠেছে শিশুরা

মাহমুদুল হাসান, সাব-এডিটর
মে ১২, ২০২০ ১১:৫০ অপরাহ্ণ
পঠিত: 339 বার
Link Copied!

বাগমারা প্রতিনিধি রবিন

 

শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ, তাদের জন্য চাই সুস্থ ও সুন্দর বিনোদন’ এ স্লোগান নিয়ে বাগমারায় মচমইল, শুভডাঙ্গা,বইকুরী,কৌড় গ্রামগুলোতে বাংলার চিরায়ত ঐতিহ্যবাহী ঘুড়ি উৎসব অনুষ্ঠিত হয়েছে।

 

মনে করিয়ে দেয় শৈশবে ঘুড়ি ওড়ানোর সেই আনন্দময় স্মৃতি। এখন করোনার কারণে চলা লকডাউনে অখণ্ড অবসর রাঙাতে ফিরে এসেছে সেই ঘুড়ি ওড়ানো বিকেল।

 

স্কুল-কলেজ বন্ধ থাকায় শিশু-কিশোররা যেমন ঘুড়ি ওড়াতে ব্যস্ত হয়ে পড়েছে, তেমনই অফিস-আদালত ও ব্যবসা-বাণিজ্যও বন্ধ থাকায় বড়রাও ঘুড়ি ওড়ানোর প্রতি আগ্রহী হয়ে উঠেছেন। এখন বিকেল হলেই বাগমারা উপজেলার অধিকাংশ অঞ্চলের বিলে এবং মাঠে-ময়দানে দেখা যাচ্ছে ঘুড়ি ওড়ানোর উৎসব। অনেকেই আবার ঘুড়ি ওড়ানোর আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে ফেসবুকে ছবি আপলোড করছেন।

 

গ্রামের প্রত্যেক কিশোরের হাতে থাকত লাটাই, আকাশে উড়ত রঙিন ঘুড়ি। বিচিত্র নাম ছিল এসব ঘুড়ির, যেমন: চিল ঘুড়ি, কুয়াড়া ঘুড়ি, ডাক ঘুড়ি, সাপ ঘুড়ি, মাছ ঘুড়ি, মানুষ ঘুড়ি ও তারা ঘুড়ি।

 

রাতের বেলা ওড়ানোর জন্য এর সঙ্গে আবার বৈদ্যুতিক তার ও বাটারি সংযুক্ত করা হয়েছে, যাতে আলো জ্বলে। দেখতে বেশ সুন্দর।

 

জানতে চাইলে এই দুরন্ত শিশু-কিশোররা বলে, ‘স্কুল বন্ধ। তাই নিজেরা ঘুড়ি বানিয়ে উড়াচ্ছি।’

দৈনিক বাংলাদেশ আলো পত্রিকায় প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না