ঢাকাবৃহস্পতিবার, ২৩শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:০৪
আজকের সর্বশেষ সবখবর

ফেনীতে বজ্রপাতে এক শিক্ষার্থী নিহত!

মাহমুদুল হাসান, সাব-এডিটর
মে ১৩, ২০২০ ৭:৩১ অপরাহ্ণ
পঠিত: 80 বার
Link Copied!

আবদুল মজিদ, ফেনী সদর প্রতিনিধি:

 

ফেনীর পাঁচগাছিয়া ইউনিয়নে বজ্রপাতে রিপাত হোসেন জিসান (১৬) নামের এক ছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার বিকাল ৩টার দিকে ইউনিয়নের দক্ষিণ পাঁচগাছিয়া গ্রামের নিজ বাড়ীতে আম কুড়াতে গিয়ে সেই ছাত্র বজ্রপাতে আক্রান্ত হয়ে মারা যায়।

 

রিপাতের বাড়ি সূত্রে হতে জানা যায়, বিকাল বেলায় বৃষ্টির হলে সেই সময় রিপাত তাদের বাড়ীর পাশে আমকুড়াতে বের হয়। তখন বিকট শব্দে বজ্রপাত শুরু হলে সে মাটিতে লুটে পড়ে। তার কিছুক্ষন পর আশেপাশের মানুষ জন এসে তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন।রিপাত হোসেন জিসান পাঁচগাছিয়ার দক্ষিণ সমাজ এলাকার বর্তন পাটোয়ারী বাড়ির নুরুল আবছারের একমাত্র ছেলে। সে পশ্চিম বিজয়সিংহ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেনীর ছাত্র। তার অকাল মৃত্যুতে এলাকায় বাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

দৈনিক বাংলাদেশ আলো পত্রিকায় প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না