মো, শাহীন আলম, সুনামগঞ্জ::
বেসরকারি সংস্থা আশা’র পক্ষ থেকে আজ বুধবার (১৩ মে) দুপুরে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় দুস্থ ও কর্মহীন মানুষের জন্য ২শত ব্যাগ খাদ্যসামগ্রী প্রদান করা হয়। সংস্থার পক্ষ থেকে সুনামগঞ্জ জেলার দিরাই অঞ্চলের আর এম মো. নজরুল ইসলাম জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত দেব’র হাতে এসব ত্রাণ সামগ্রী তুলে দেন। ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ২ কেজি আলু, ১ কেজি লবন ও ১ লিটার তেল। ত্রাণ সামগ্রী হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন, জামালগঞ্জ ব্রাঞ্চের সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার কৌশিক রঞ্জন তালুকদার, সহকারী ব্রাঞ্চ ম্যানেজার দিলীপ কুমার দাশ ও স্থানীয় অফিসের কর্মীরা।
দৈনিক বাংলাদেশ আলো পত্রিকায় প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।