বাগমারাপ্রতিনিধি রবিন
রাজশাহীর পুঠিয়া উপজেলায় জামফুরা বেগম (৫০) নামে এক নারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (১৩ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার নলপুকুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। কে জামফুরাকে কুপিয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশও এ ব্যাপারে কিছু জানাতে পারেনি।
নিহত জামফুরা বেগমের স্বামীর নাম জালাল উদ্দিন। রাত সাড়ে ৮টার দিকে জামফুরাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে লাশের সঙ্গে ছিলেন নিহত নারীর ছেলে লালন হোসেন। তিনি জানান, সন্ধ্যার পর তিনি বাজারে ছিলেন। তখন মুঠোফোনে খবর পান তার মাকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে। তিনি বাড়ি গিয়ে মাকে হাসপাতালে নিয়ে আসেন। এ সময় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লালন জানান, তার মাকে কে কুপিয়েছে তা তিনি জানেন না।
জানতে চাইলে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম বলেন, ঘটনা সম্পর্কে তিনি কিছুই জানেন না। এখনই খোঁজ নেবেন। হাসপাতালে লাশ থাকলে সেখানেই যাবেন। ঘটনা জানার পর বিস্তারিত জানাতে পারবেন।
দৈনিক বাংলাদেশ আলো পত্রিকায় প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।