জাহিদুল ইসলাম : সোনাগাজী (ফেনী) উপজেলা প্রতিনিধি।
সোনাগাজীতে করোনাভাইরাসের প্রভাবে ক্ষতিগ্রস্থ ২শ।২০জন ভিক্ষুকের পরিবারের সদস্যদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার চর চান্দিয়া ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে পরিষদ চত্বরে তালিকাভুক্ত ২শ ২০জন ভিক্ষুক পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
উপজেলার চর চান্দিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মোশারফ হোসেন বলেন,চরচান্দিয়া ইউনিয়নের নয়টি ওয়ার্ডের বিভিন্ন এলাকার তালিকাভুক্ত ২শ ২০জন ভিক্ষুক পরিবারের মধ্যে ১০ কেজি চাল, তিন কেজি আলু, দুই কেজি করে ডাল, তেল, পেয়াজ, রসুন, এবং মুড়ি, চিড়া, গুড়, খেজুর, দুধসহ বিভিন্ন ধরনের খাদ্যসামগ্রী বিতরণ করেন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা অজিত দেব, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নুরুল আমিনসহ ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।
দৈনিক বাংলাদেশ আলো পত্রিকায় প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।