আবদুল মজিদ, ফেনী সদর প্রতিনিধি:
ফেনীতে সরকারি খদ্যবান্ধব কর্মসূচির ( ওএমএস ) চাল মাপে কম দেওয়াতে মো. ইসলাম নামে এক ডিলারের ডিলারশিপ বাতিল করেছেন জেলা খাদ্য নিয়ন্ত্রক অধিদপ্তর।
জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. সহিদ উদ্দিন মাহমুদ জানান, বর্তমানে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বিশেষ ওএমএস কার্যক্রমের চাল ফেনী পৌরসভার ১৩নং ওয়ার্ডের সার্কিট হাইস রোডে ডিলার মো. ইসলাম ১০ টাকা দরে ২০ কেজি চাউল বিক্রি করার কথা থাকলেও মাপে কারচুপি করে ১৯ কেজি দিয়ে ২০ কেজি দাম নিচ্ছিল। (এনএসআই)’র পরিদর্শনকালে বিষয়টি উঠে আসে। এ সব অভিযোগের সত্যতা পাওয়ায় বৃহস্পতিবার তার ডিলারশিপ বাতিল করা হয়।
দৈনিক বাংলাদেশ আলো পত্রিকায় প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।