মনীষ সরকার রানা, গাইবান্ধা জেলা প্রতিনিধি :
কোভিড-১৯ (নোভেল করোনা ভাইরাস) এর সংক্রমনে সারা বিশ্বের মতন আমাদের দেশেরও অসহায় হয়ে পরে অনেক পরিবার । সরকারী নানান সহায়তার পাশাপাশি উপজেলা পরিষদ, পৌরসভা, ইউনিয়ন পরিষদের নির্বাচিত প্রতিনিধি, রাজনৈতিক নেতাসহ বিত্তবান অনেক মানুষ অসহায়দের পাশে দাঁড়ান । কোভিড-১৯ এর সংক্রমনে দেশের অনেক অসহায় পরিবারে শিশু খাদ্যের সংকট সৃষ্টি হয় । এমন পরিস্থিতিতে অসহায় পরিবারের শিশুদের জন্য খাদ্য সহায়তা করে দৃষ্টান্ত সৃষ্টি করলেন পৌর মেয়র আব্দুল্লাহ্- আল-মামুন ।
আজ শুত্রবার (১৫ মে) সকালে- উপজেলার আব্দুল মজিদ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে আট শতাধিক অসহায় পরিবারের মাঝে ব্যক্তিগত উদ্যোগে শিশুখাদ্য খাদ্য বিতরণ করেন মেয়র । শারীরিক দুরত্ব নিশ্চিত করতে সহায়তা নিতে আসা প্রত্যেকের জন্য পূর্বেই নিরাপদ দুরত্বে চেয়ার পেতে রাখা হয়েছিল । এসব পাতানো চেয়ারে বসেই শিশু খাদ্য গ্রহন করেন অসহায় পরিবারের সদস্যরা ।
পৌর মেয়র, উপজেলা আওয়ামী লীগের অন্যতম যুগ্ম আহ্বায়ক ও সাবেক সফল ছাত্রনেতা আব্দুল্লাহ আল-মামুনের ব্যতিক্রম ধর্মী এমন মহৎ উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে উপজেলা জুড়ে । শিশু খাদ্য সামগ্রী হিসেবে সেমাই, চিনি, সুজি, বিস্কুট, গুড়া দুধ, খেজুর, হররিক্স ও চকলেট বিতরণ করা হয় ।
বিতরণকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা শ্রমিক লীগের সভাপতি গণেশ চন্দ্র শীল, মহিলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাবানা বেগম বিনা, ছাত্রনেতা পিন্টু সরকার, পৌরসভার কর্মকর্তা-কর্মচারীসহ দলীয় নেতা কর্মীরা ।
সহায়তা বিতরনের শুরুতে মেয়র আব্দুল্লাহ্- আল-মামুন বলেন- সারা বিশ্বে চলমান করোনা সংক্রমনে পৃথিবীর অনেক উন্নত দেশের তুলনায়, মহান আল্লাহ্ পাকের অসীম করুনায় আমরা কিছুটা হলেও ভাল আছি । মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আমি আপনাদের পাশে আছি আগামীতেও থাকবো ইনসা আল্লাহ্ । মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার পাননি এমন পরিবার পৌর এলাকায় নেই বলে জানান মেয়র ।
সরকারি সহায়তার পাশাপাশি ইতিমধ্যে আমি নিজ উদ্যােগে প্রায় পনের শতাধিক পরিবারকে খাদ্য সহায়তা করেছি । আপনাদের দোয়া ও শুভ কামনার আজকের এ ক্ষুদ্র আয়োজন । আপনারা আমার জন্য শুধু দোয়া করবেন । আমি সুন্দরগঞ্জ পৌরবাসীর মেয়ব হিসাবে নয় আপনাদের কারো সন্তানের মতন, কারো ভাই, ভাতিজার মতন সর্বোপরি আপনাদের সেবক হিসাবে সেবা করতে চাই ।
দৈনিক বাংলাদেশ আলো পত্রিকায় প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।