ঢাকাশুক্রবার, ২৪শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, সকাল ৬:২১
আজকের সর্বশেষ সবখবর

বড়াইগ্রামে মাইক্রোবাস মহাসড়ক থেকে উল্টে খাদে, আহত ৫।

মাহমুদুল হাসান, সাব-এডিটর
মে ১৫, ২০২০ ৬:৫০ অপরাহ্ণ
পঠিত: 46 বার
Link Copied!

মোতালেব হোসেন,নাটোর প্রতিনিধিঃ

নাটোরের বড়াইগ্রামের বনপাড়া-ঢাকা মহাসড়কের সুতীরপাড় নামক স্থানে একটি মাইক্রোবাস উল্টে পার্শ্ববর্তী খাদে পড়ে দুমড়ে-মুচড়ে যায়। এতে চালকসহ ৫ জন আহত হয়। শুক্রবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বনপাড়া হাইওয়ে থানার অফিসার্স ইনচার্জ খন্দকার শফিকুল ইসলাম জানান, ঢাকা থেকে নাটোরের বাগাতিপাড়ার উদ্দেশ্যে মাইক্রোবাসটি আসছিলো। সুতীরপাড় এলাকায় আসলে মাইক্রেবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে উল্টে পড়ে। এতে ৫ জন আহত হয়। তবে পুলিশ ও ফায়ার সার্ভিস আসার আগেই স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করে। আহতদের মধ্যে চালকের বাড়ি টাঙ্গাইলে ও অন্যদের বাড়ি বাগাতিপাড়ায় বলে জানা গেছে। পুলিশ মাইক্রোসবাসটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

দৈনিক বাংলাদেশ আলো পত্রিকায় প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না