ঢাকাশনিবার, ১লা এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ, রাত ১২:০৩
আজকের সর্বশেষ সবখবর

সিংড়ায় পানিতে ডুবে ২ শিশুর মর্মান্তিক মৃত্যু!

মাহমুদুল হাসান, সাব-এডিটর
মে ১৫, ২০২০ ৬:৫৪ অপরাহ্ণ
পঠিত: 31 বার
Link Copied!

মোতালেব হোসেন,জেলা প্রতিনিধি নাটোর

নাটোরের সিংড়ায় পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ মে) দুপুর ২ টার দিকে উপজেলার ইটালী ইউনিয়নের বুনকুড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আরাফাত (৬) ওই গ্রামের আলী আকবরের পুত্র ও নুর নবী (৬) পার্শ্ববর্তী বাড়ির আমিনুল ইসলামের পুত্র। তারা দুজনে স্থানীয় ব্র্যাক স্কুলে ১ম শ্রেনীতে পড়ালেখা করতো।

 

স্থানীয়রা জানায়, দুজন পরস্পর মামাতো ফুফাতো ভাই। দুপুরে দুজন খেলা করতে বাড়ির বাইরে বের হয়। জুম্মার নামাজের পর পরিবারের লোকজন তাদের কারো বাড়িতে খুঁজে না পেয়ে পুকুরে খুঁজতে গিয়ে লাশ পায়।

ইটালী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আরিফুল ইসলাম ঘটনার সত্যটা স্বীকার করে জানান, খুবই বেদনাদায়ক ঘটনা। আমরা মর্মাহত। এই ঘটনায় পুরো ইউনিয়নের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। পুত্রকে হারিয়ে দুই পরিবারের সদস্যরা শোকে কাতর হয়ে পড়েছে। ওই পরিবারকে সরকারীভাবে সহযোগিতা করার চেষ্টা করা হচ্ছে।

দৈনিক বাংলাদেশ আলো পত্রিকায় প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না