দিনাজপুর প্রতিনিধিঃ মোঃ রিয়াদ হাসান আকাশঃ
করোনা ভাইরাসকে উপেক্ষা করে ত্রাণের দাবিতে রাস্তা অবরোধ করেছে দিনাজপুর সদর উপজেলার ১নং চেহেলগাজি ইউনিয়নের কয়েক’শ গ্রামবাসী।
আজ (১৬ই মে) শনিবার সকালে দিনাজপুর-রংপুর মহাসড়কে অবরোধ করে ত্রানের দাবি জানান বিক্ষোভকারীরা। এ সময় তারা বলেন, লকডাউন শুরু হওয়ার পর থেকে আমরা আমাদের ওয়ার্ড মেম্বার এর কাছে থেকে বা সরকারী কোন সহযোগীতা পাইনি। তাই পেটের জ্বালায় আজ পথে নেমেছি। এ সময় রাস্তার দুই ধারে খাদ্য সামগ্রী বহনকারী ট্র্যাক, পিকাপ ভ্যানসহ জরুরী যানবাহন আটকা পড়ে। এই প্রতিবেদনটি করা পর্যন্ত অবরোধকারীরা রাস্তায় অবস্থান করছিল।
দৈনিক বাংলাদেশ আলো পত্রিকায় প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।