ঢাকাশনিবার, ১লা এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ, রাত ১:৪০
আজকের সর্বশেষ সবখবর

দিনাজপুরে ত্রানের দাবিতে মহাসড়কে গ্রামবাসীর অবরোধ !!

নিজস্ব প্রতিবেদক
মে ১৬, ২০২০ ১১:৩২ পূর্বাহ্ণ
পঠিত: 59 বার
Link Copied!

দিনাজপুর প্রতিনিধিঃ মোঃ রিয়াদ হাসান আকাশঃ

করোনা ভাইরাসকে উপেক্ষা করে ত্রাণের দাবিতে রাস্তা অবরোধ করেছে দিনাজপুর সদর উপজেলার ১নং চেহেলগাজি ইউনিয়নের কয়েক’শ গ্রামবাসী।

আজ (১৬ই মে) শনিবার সকালে দিনাজপুর-রংপুর মহাসড়কে অবরোধ করে ত্রানের দাবি জানান বিক্ষোভকারীরা। এ সময় তারা বলেন, লকডাউন শুরু হওয়ার পর থেকে আমরা আমাদের ওয়ার্ড মেম্বার এর কাছে থেকে বা সরকারী কোন সহযোগীতা পাইনি। তাই পেটের জ্বালায় আজ পথে নেমেছি। এ সময় রাস্তার দুই ধারে খাদ্য সামগ্রী বহনকারী ট্র্যাক, পিকাপ ভ্যানসহ জরুরী যানবাহন আটকা পড়ে। এই প্রতিবেদনটি করা পর্যন্ত অবরোধকারীরা রাস্তায় অবস্থান করছিল।

 

দৈনিক বাংলাদেশ আলো পত্রিকায় প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না