ঢাকামঙ্গলবার, ২৮শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, দুপুর ১:৪৬
আজকের সর্বশেষ সবখবর

ছাত্রলীগ নেতাকে গলা কেটে হত্যা চেষ্টা!

মাহমুদুল হাসান, সাব-এডিটর
মে ১৬, ২০২০ ৪:২৩ অপরাহ্ণ
পঠিত: 39 বার
Link Copied!

মেহেদী হাসান, জেলা প্রতিনিধি ফেনী

 

সোনাগাজীতে আধিপাত্য বিস্তার নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে ইব্রাহীম খান শাকিল (১৯) নামে এক ছাত্রলীগ নেতাকে গলা কেটে হত্যা চেষ্টা মামলার প্রধান আসামী মহি উদ্দিন মহিমকে গ্রেফতার করেছে ফেনী জেলা গোয়েন্দা পুলিশ। শুক্রবার রাএে গোপন সংবাদের ভিত্তিতে ফেনী শহরের ট্রাংক রোডের ফেনী ক্লিনিকের সামনে থেকে তাকে গ্রেফতার করে বিকালেই সোনাগাজী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সে উপজেলার নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেনের ছেলে।

পুলিশ জানায়, গত ২০ এপ্রিল এলাকায় আধিপাত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জেরে ইব্রাহীম খান শাকিল নামে এক ছাত্রলীগ নেতাকে গলা কেটে হত্যার চেষ্টা চালায় মহিমের নেতৃত্বে একদল সন্ত্রাসী। সে ঘটনায় ইব্রাহীম শাকিল বাদি হয়ে মহিম উদ্দিন মহিমকে প্রধান আসামি করে ১৩ জনের নাম উল্লেখ করে ও ৫-৬ জনকে অজ্ঞাত আসামি করে সোনাগাজী মডেল থানায় মামলা দায়ের করেছেন। এর আগে ঘটনার দিন রাতেই অভিযান চালিয়ে পুলিশ আনোয়ার হোসেন, মো.মুন্না ও রানা নামে তিনজনকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে।

পুলিশ আরো জানায়, তার বিরুদ্ধে দাবিকৃত চাঁদা না পেয়ে কচি জাফর নামে এক ব্যক্তিকে বাড়ি ছাড়া সহ এলাকায় একাধিক সন্ত্রাসী হামলা ও ভাঙচুরের অংসখ্য অভিযোগ রয়েছে।

সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজেদুল ইসলাম জানান, আজ শনিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

দৈনিক বাংলাদেশ আলো পত্রিকায় প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না