ঢাকাশুক্রবার, ২৪শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, সকাল ৬:৩১
আজকের সর্বশেষ সবখবর

বাগমারার তাহেরপুর হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ

মাহমুদুল হাসান, সাব-এডিটর
মে ১৬, ২০২০ ১০:০৫ অপরাহ্ণ
পঠিত: 99 বার
Link Copied!

বাগমারা প্রতিনিধিঃ রবিন 

 

রাজশাহী জেলার বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে ৭৫০টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। জানা গেছে আজ শনিবার বিকাল তিনটায় তাহেরপুর পঞ্চ মন্দিরে এই উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তাহেরপুর ডিগ্রী কলেজের অধ্যাপক বাবু সত্যজিৎ রায় তোতা, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান বাবু শ্রী অনিল কুমার সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তারপর পৌর মেয়র অধ্যক্ষ মোঃ আবুল কালাম আজাদ ,তাহেরপুর পৌর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোঃ আবু বক্কর মৃধা মনসুর , আরো বক্তব্য রাখেন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি সুনীল কুন্ডু সহ তাহেরপুর হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তাহেরপুর পৌরসভার কাউন্সিলর পৌর প্যানেল মেয়র বাবুল খান, তিন নাম্বার ওয়ার্ডের কাউন্সিলর বাবু শ্রী তাপস কুমার দাস পিন্টু, ৯ নাম্বার ওয়ার্ডের সভাপতি ও কাউন্সিলর মোঃ রইছ উদ্দিন ১,২,৩ সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর ফাতেমা বেগম, এছাড়া উপস্থিত ছিলেন তাহেরপুর পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও ছাত্রলীগ নেতা সন্দীপ রায় টিংকু, বিদ্যুৎ সরকার আকরাম হোসেন, জাহাঙ্গীর আলম ,তাহেরপুর পৌরসভার সচিব মতলেবুর রহমান মতলু প্রমূখ।

দৈনিক বাংলাদেশ আলো পত্রিকায় প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না