ঢাকামঙ্গলবার, ২৮শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, দুপুর ১:৫২
আজকের সর্বশেষ সবখবর

নাটোরে ৯৫ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব!

মাহমুদুল হাসান, সাব-এডিটর
মে ১৭, ২০২০ ১২:৩৭ পূর্বাহ্ণ
পঠিত: 40 বার
Link Copied!

নাটোর প্রতিনিধিঃ

র‌্যাব-৫ নাটোর শনিবার রাত সাড়ে ১০টার দিকে অভিযান চালিয়ে জেলার সদর উপজেলার দত্তপাড়া এলাকা থেকে ৯৫ পিস ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। ওই মাদক ব্যবসায়ীর নাম জুয়েল রানা (২৫)। সে সদর উপজেলার দত্তপাড়া গ্রামের ভ্যানচালক আমজাদ হোসেনের ছেলে।

 

জানা যায়, সিপিসি-২, নাটোর র‌্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার এএসপিএস এম জামিল আহমেদ এবং এএসপি মো. রাজিবুল আহসানের নেতৃত্বে একটি অপারেশন দল অভিযান চালিয়ে ইয়াবা সহ মাদক ব্যবসায়ীকে হাতে-নাতে আটক করে।

 

র‌্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার এএসপিএস এম জামিল আহমেদ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জুয়েল রানা নিজেকে মাদক ব্যবসায়ী এবং জব্দকৃত আলামত ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিলো বলে স্বীকার করেছে।

 

এ ঘটনায় নাটোর সদর থানায় একটি মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

দৈনিক বাংলাদেশ আলো পত্রিকায় প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না