ঢাকাশুক্রবার, ২৪শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ভোর ৫:১৪
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জে করোনায় আক্রান্ত এক ব্যক্তির মৃত্যু!

মাহমুদুল হাসান, সাব-এডিটর
মে ১৭, ২০২০ ৫:৪৩ অপরাহ্ণ
পঠিত: 31 বার
Link Copied!

অংকন তালুকদার:

 

গোপালগঞ্জে ক‌রোনায় আক্রান্ত হ‌য়ে এই প্রথম এক ব্য‌ক্তির মৃত্যু হয়ে‌ছে। গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আইসো‌লেশ‌ন ওয়া‌র্ডে তিনি মারা যান।

 

গোপালগঞ্জ সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ ও হাসপাতালের সহকারী পরিচালক ডা. অসিত মল্লিক বিষয়টি নিশ্চিত করেছেন।

 

জানা গেছে, সদর উপজেলার করপাড়া গ্রামের ওই ব্য‌ক্তি জেলা শহরের মেডিকেয়ার ক্লিনিকের ওটি সহকারী হিসেবে কর্মরত ছিলেন। সপ্তাহখানেক আগে করোনার উপসর্গ নিয়ে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে ক্লিনিক থেকে ছুটি দেয়া হয়। গত বুধবার তার নমুনা পরীক্ষার জন্য নেয়া হয় এবং বৃহস্পতিবার তার রিপোর্টে করোনা পজিটিভ ধরা পড়ে।

 

সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ জানান, ওই ব্য‌ক্তির মরদেহ দাফনের জন্য গোপগোপালগঞ্জে করোনায় আক্রান্তের সংখ্যা ৮১ জন। এরমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪১ জন।

দৈনিক বাংলাদেশ আলো পত্রিকায় প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না