ঢাকাবৃহস্পতিবার, ২৩শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, বিকাল ৫:৪৫
আজকের সর্বশেষ সবখবর

ফেনী সদর হাসপাতালে ১০ বেডের আইসিইউ ইউনিটের উদ্বোধন করলেন সংসদ সদস্য নিজাম হাজারী!

মাহমুদুল হাসান, সাব-এডিটর
মে ১৭, ২০২০ ৫:৫৮ অপরাহ্ণ
পঠিত: 42 বার
Link Copied!

ফেনী স্বাস্থ্য সেবায় যোগ হলো নতুন মাত্রা। আজ রোববার ফেনী সদর হাসপাতালে ১০ বেডের আইসিইউ ইউনিটের উদ্বোধন হলো।এতে করে স্বাস্থ্য সেবায় আরও একধাপ এগিয়ে গেল ফেনী জেলা।
ফেনী ২ আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন।
জানা গেছে বর্তমান করেনা ভাইরাসের সংকটাপন্ন পরিস্থিতিতে ফেনীর জনসাধারণের সুচিকিৎসা নিশ্চিত করতে ফেনী আধুনিক সদর হাসপাতালে ১০ বেডের আইসিইউ (দুটি ভ্যান্টিলেটর সহ) ইউনিট চালু করা হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন ফেনীর জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজ্জামান, চট্রগ্রাম বিভাগের স্বাস্থ্য পরিচালক ডাঃ হাসান শাহরিয়ার সহ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা প্রমুখ।

দৈনিক বাংলাদেশ আলো পত্রিকায় প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না