ঢাকামঙ্গলবার, ২৮শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, দুপুর ২:৪২
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় সভার মাসিক সভা অনুষ্ঠিত

মাহমুদুল হাসান, সাব-এডিটর
মে ১৭, ২০২০ ৬:৩৭ অপরাহ্ণ
পঠিত: 41 বার
Link Copied!

অংকন তালুকদার:

 

গোপালগঞ্জে প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণের প্রাদুর্ভাব ঠেকাতে ব্যস্ত সময় পার করছেন গোপালগঞ্জ জেলা প্রশাসন।

 

গত শনিবার রাত সাড়ে ৭ টায় লিটু সরদার নামে করোনায় আক্রান্ত এক স্বাস্থ্যকর্মী গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ায় উদ্বেগের মাত্রাকে আরো বাড়িয়ে দিয়েছে।

 

জেলা প্রশাসক শাহিদা সুলতানা সকলকে আতঙ্কগ্রস্ত না হয়ে সরকারি নির্দেশ মেনে নিরাপদে ঘরে থাকার আহ্বান জানান।

 

রোববার গোপালগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা মে /২০২০ অনুষ্ঠিত হয়েছে। গোপালগঞ্জ জেলা প্রশাসক ও জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাপতি শাহিদা সুলতানা’র সভাপতিত্বে অনুষ্ঠিত সমন্বয় সভায় সামাজিক দূরত্ব বজায় রেখে গোপালগঞ্জ পৌরমেয়র কাজী লিয়াকত আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী শহিদুল ইসলাম, শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতালের প্রকল্প পরিচালক ডা.খোন্দকার মো.সোহেল উল্লাহ, গোপালগঞ্জ জেলা সিভিল সার্জন ডা.নিয়াজ মোহাম্মদ, গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা.অসিত কুমার মল্লিক, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত রায়, জেলা ত্রাণ ও পূনর্বাসন কর্মকর্তা এস.এম.রেখা রানী হালদার, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মো.আজমীর হোসেন, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শামীম হাসান, জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক এম.মাসউদুল হক, সহকারী বন কর্মকর্তা মো.জাহাঙ্গীর আলম, জেলা সমবায় কর্মকর্তা ফায়েকুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

 

এছাড়া “জুম ক্লাউড” কানেক্টেড -এর মাধ্যমে জেলায় অবস্থিত অন্যান্য দপ্তরের দপ্তর প্রধানগণ এ সমন্বয় সভায় অংশ নেন। উন্নয়ন সমন্বয় সভায় করোনা মোকাবেলায় বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেওয়া হয়।

 

এছাড়া করোনা পরিস্থিতি বিবেচনায় আসন্ন পবিত্র ঈদুল ফিতরের নামাজ জেলার কোন ঈদগাহ ময়দানে (উন্মুক্ত স্থানে) অনুষ্ঠিত হবে না, সামাজিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্য বিধি নিশ্চিত করে বড় মসজিদে নামাজ আদায় করতে পরামর্শ দেওয়া হয়েছে। পৌর এলাকার মসজিদ গুলোতে পর্যাপ্ত পরিমাণে হ্যান্ড স্যানিটাইজার ও সাবানের ব্যবস্থা রাখতে পৌর মেয়রকে সভায় অনুরোধ জানানো হয়।

দৈনিক বাংলাদেশ আলো পত্রিকায় প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না