জাহিদুল ইসলামঃ সোনাগাজী (ফেনী) উপজেলা প্রতিনিধি।
করোনা ভাইরাস প্রতিরোধে ঘরে অবস্থান করা ছুটিতে থাকা সোনাগাজী পৌর এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৪৫ জন শিক্ষকদের মাঝে ত্রান বিতরণ করেন সোনাগাজী পৌরমেয়র এড. রফিকুল ইসলাম খোকন।
এর আগে মেয়র খোকন সোনাগাজী পৌর এলাকার
বিভিন্ন ব্যবসায়ীর এক মাসের ভাড়া মওকুফ করেছেন। এবং সোনাগাজী উপজেলার কর্মহীন মানুষদের মাজে প্রতিনিয়ত ত্রাণ বিতরণ করে যাচ্ছেন
তিনি।
মেয়র রফিকুল ইসলাম খোকন বলেন তার এলাকার ঘরে খাবার না থাকা কর্মহীন নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের বাড়ি বাড়ি গিয়ে সরকারি ত্রাণ পৌঁছে দিচ্ছে ছাত্রলীগের নেতাকর্মীরা।
দৈনিক বাংলাদেশ আলো পত্রিকায় প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।