দিনাজপুর প্রতিনিধিঃ মোঃ রিয়াদ হাসান আকাশঃ
দিনাজপুরে করোনা ভাইরাসের কারণে অসহায় বেকার ও কর্মহীন হয়ে পড়া হিজরাদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ-উপহার তুলে দিলেন জাতীয় সংসদের হুইপ ও সদর-৩ আসনের এমপি ইকবালুর রহিম।
দিনাজপুর শহরের নাজমা রহিম ফাউন্ডেশনে করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া হিজড়া সম্প্রদায় (তৃতীয় লিঙ্গ) এর মাঝে সামাজিক দূরত্ব নিশ্চিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার ও খাদ্য সামগ্রী বিতরনকালে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেন, শেখ হাসিনার উপহার হিজড়া সম্প্রদায়সহ সকল অসহায় বেকার মানুষের মাঝে পৌছে দিতে হবে। কেউ যেনো বলতে না পারে যে আমি, না খেয়ে আছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে ক্ষুধার জ্বালায় মারা যাবে এমনটি হবেনা।
দৈনিক বাংলাদেশ আলো পত্রিকায় প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।