ঢাকামঙ্গলবার, ২৮শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, দুপুর ২:৫০
আজকের সর্বশেষ সবখবর

সুনামগঞ্জ জেলা বিএনপি কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

বিডি আলো ডেস্ক
মে ১৮, ২০২০ ১২:৩৭ পূর্বাহ্ণ
পঠিত: 82 বার
Link Copied!

মো. শাহীন আলম, সুনামগঞ্জ::

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে জাতীয় দূযোর্গ কালীন সময়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে অসহায় কর্মহীন মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছে সুনামগঞ্জ জেলা বিএনপি।
গতকাল রোববার (১৭ মে) দুপুরে যুক্তরাজ্য বিএনপির সহ সভাপতি ও সুনামগঞ্জ জেলা বিএনপির উপদেষ্ঠা মুজিবুর রহমান মুজিবের সার্বিক সহযোগিতায় সুনামগঞ্জ পৌর শহরের হাজীপাড়া ও কালীবাড়ির অসহায় কর্মহীন মানুষের মধ্যে এই খাদ্য সামগ্রী বিতরণ করেন সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলন ও সুনামগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুল।
এসময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি রেজাউল হক, আবুল কালাম আজাদ, ফুল মিয়া, যুগ্ম সম্পাদক নূর হোসেন, সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোনাজ্জির হোসেন, যুবদলের যুগ্ম সম্পাদক মুমিনুল হক কালারচান, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু, সেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম দুলু, সহ সাধারণ সম্পাদক আবুল কালাম ইমন, কেন্দ্রীয় ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক রায়হান উদ্দিন, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক শাহ ফরহাদ, সুনামগঞ্জ জেলা ছাত্রদলের আহবায়ক জাহাঙ্গীর আলম, সদস্য সচিব তারেক মিয়া, যুগ্ম সম্পাদক মুমিত ইসলাম, হুশিয়ার আলম প্রমুখ।

দৈনিক বাংলাদেশ আলো পত্রিকায় প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না