সুনামগঞ্জ প্রতিনিধি::
সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী সার্চ মানবাধিকার সোসাইটি উপদেষ্টা ফেরদৌস আরা পাখির নিজস্ব অর্থায়নে ১০০ জন কর্মহীন মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ও ২০ জন অসহায় নারী পূরুষের মাঝে নগদ ৫শত করে নগদ অর্থ প্রদান করা হয়। গতকাল রোববার বিকেল ৩টায় সুনামগঞ্জ পৌর বিপণীস্থা মোহনা টেলিভিশনের কার্যালয়ে এ সমস্ত ইফতার সামগ্রী নগদ অর্থ বিতরণ করেন সুনামগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের সভাপতি ও মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর দাস ও সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার সাধারন সম্পাদক একে মিলন আহমদ। এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা রুকন উদ্দিন রাজু,সাংগঠনিক সম্পাদক বিপলু রঞ্জন দাস,২৪ ঘন্টা টিভির প্রতিনিধি কেএম শহীদুল, আনন্দ টিভির প্রতিনিধি এমরান হোসেন, সিবিসির প্রতিনিধি মিজানুর রহমান রুম্মান প্রমুখ।
দৈনিক বাংলাদেশ আলো পত্রিকায় প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।