সুনামগঞ্জ প্রতিনিধি::
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা বহুমুখী জনকল্যাণ ট্রাস্টের উদ্যোগ সামাজিক দুরত্ব বজায় রেখে ২’শত অসহায়- অসচ্চল পরিবারের মাঝে ঈদ সামগ্রী উপহার প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) দুপুরে উপজেলার ঐতিহ্যবাহী খাদিমুল কুরআন টাইটেল মহিলা মাদ্রাসার হল রুমে ঈদ উপহার সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন খেলাফ মজলিস জামালগঞ্জ উপজেলা শাখা সভাপতি মাওলানা আলিম উদ্দিন। বাংলাদেশ জাতীয় পার্টির জামালগঞ্জ উপজেলা শাখা সাধারণ সম্পাদক জনাব ফারুক আহমদ, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ জামালগঞ্জ উপজেলা শাখা সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল্লাহ্ আলমগীর, খাদিমুল কুরআন টাইটেল মহিলা মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা ফরিদ আহমদ, ইসলামিক ফাউন্ডেশন জামালগঞ্জের কেয়ারটেকার মাওলানা সিরাজুল ইসলাম, দক্ষিণ কামলাবাজ জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ইমরান আহমদ, আটগাও লালবাজারের বিশিষ্ট ব্যবসায়ী জনাব ফজলুল করীম, আটগাও কারেন্টের বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা ইজাজুল হক এজাজ। মুফতি মাওলানা বেলাল মাহমুদ, মাওলানা তৌহিদ বিন জহির, মুফতি মাওলানা জসিম উদ্দিন, হাফিজ আল জাবের, মাওলানা আজিজুল হক প্রমুখ। ট্রাস্টের আহবায়ক মু. রশীদ আহমদ (সাবেক ভাইস চেয়ারম্যান) জানান, জামালগঞ্জ উপজেলা বহুমুখী জনকল্যাণ ট্রাস্ট মানব কল্যানে কাজ করে যাচ্ছে। করোনা ভাইরাস প্রাদুর্ভবে অসহায় এবং অসচ্চল পরিবারে ঈদ পর্যন্ত ঈদ সামগ্রী উপহার প্রদান অব্যহত থাকবে।
দৈনিক বাংলাদেশ আলো পত্রিকায় প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।