সফিউল ইসলাম, দাগনভূঞা (ফেনী) উপজেলা প্রতিনিধি
দাগনভূঞা করোনা শনাক্ত হওয়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও থানার পুলিশ সদস্য বোরহান উদ্দিনের ২য় দপায় করোনার নমুনা সংগ্রহের ফলাফল নেগেটিভ এসেছে।উপজেলা স্বাস্হ্য কর্মকর্তা রুবাইয়েত বিন করিম সোমবার রাতে এ তথ্য নিশ্চিত করেন।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়,গত ৩ মে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানের নমুনা সংগ্রহ করা হয়। পরে তার করোনা শনাক্ত হয়।এরপর গত ১৩ মে ২য় বার নমুনা সমগ্র করলে সোমবার তা নেগেটিভ আসে।বর্তমানে তিনি ভাল আছেন।অপরদিকে থানার পুলিশ সদস্য বোরহান উদ্দিনের ২ মে নমুনা সংগ্রহ করা হলে ১১ মে করোনা শনাক্ত হয়।২য় দপায় ১৩ মে নমুনা সংগ্রহ করা হলে ১৮ মে তা নেগেটিভ আসে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার রোবাইয়েত বিন করিম জানান, শনাক্ত হওয়া দুজনকে বর্তমানে হোম আইসুলেশনে চিকিৎসা দেওয়া হচ্ছে।৩য় ধাপের নমুনার ফলাফল নেগেটিভ আসলে তাদের সুস্থ্য ঘোষণা করা হবে।
দৈনিক বাংলাদেশ আলো পত্রিকায় প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।