মো. শাহীন আলম, সুনামগঞ্জ::
সুনামগঞ্জ সদর উপজেলায় ২৮৯ অসহায় কর্মহীন পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
গতকাল মঙ্গলবার (১৯ মে) বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্দ্যোগে সুনামগঞ্জ সদর উপজেলার কোরবান নগর ইউনিয়নে আলহেরা জামেয়া ইসলামিয়া মাদ্রাসায় ৫ কেজি চাল, ৪ কেজি ময়দা, ২ কেজি ডাল ও ১ কেজি লবণ সহ খাদ্য সামগ্রী বিতরণ করেন, সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল।
এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সদর উপজেলার ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা, ভাইস চেয়ারম্যান আবুল হোসেন, কুরবাননগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল বরকত আলহেরা মাদ্রাসার অধ্যক্ষ আবুল কালাম আজাদ, জেলা ছাত্রলীগের সভাপতিদীপঙ্কর কান্তি দে, বিদ্যানন্দেন ভলান্টিয়ার আশফাক জাহান তানজিম,মাহবুবুর রহমান তাহমিদ, ফরহাদ শাহী আফিন্দী,আমির হোসেন ফাহিম, আজিজ মাহমুদ ইউসুফ, তাফসীরুল ইসলাম প্রমুখ।
বিদ্যানন্দেন ভলান্টিয়ার আশফাক জাহান তানজিম জানান,দুর্যোগের দিনে সুনামগঞ্জ সহ দেশের মানুষের পাশে দাড়ানোর জন্য বিদ্যানন্দ ফাউন্ডেশনকে ধন্যবাদ।বিপদের দিনে অসহায় মানুষের পাশে দাঁড়ানো উচিত। আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা করোনা মহামারিতে নিজেরা ঝুঁকি নিয়েও দুস্থ মানুষের তালিকা তৈরি করেছি ও এগুলো বিতরণ করেছি। এতে যদি মানুষ কিছুটা উপকৃত হয় সেটাই আমাদের সার্থকতা।##
দৈনিক বাংলাদেশ আলো পত্রিকায় প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।