আবদুল মজিদ, ফেনী সদর প্রতিনিধি:
ফেনীতে ২০৫ জন প্রতিবন্ধী শিক্ষার্থীকে উপবৃত্তি দেওয়া হলো ৯ লাখ ৬৫ হাজার টাকা। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ হলরুমে সদর উপজেলা সমাজসেবা বিভাগের উদ্যোগে প্রধান অতিথী নির্বাহী কর্মকর্তা নাসরীন সুলতানা শিক্ষার্থীদের হাতে টাকার চেক তুলে দেন ।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শহীদ উল্যাহর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রাথমিক স্কুল পড়ুয়া ১১৯ জন, মাধ্যমিক বিদ্যালয়ে পড়ুয়া ৭৫ জন, উচ্চ মাধ্যমিকে পড়ুয়া ১১ জন ও উচ্চশিক্ষা পর্যায়ে পড়ুয়া ১ শিক্ষার্থী প্রতিবন্ধীকে এ উপবৃত্তি দেয়া হয়েছে।
ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরীন সুলতানা বলেন, প্রতিবন্ধীরা আগামীদিনে আমাদের দেশের গুরুত্বপূর্ণ কাজে অংশগ্রহন করার অনেক সুযোগ আছে তাই তাদেরকে ভালোভাবে পড়ালেখা করতে হবে। এবং তারা সরকার ও দেশের সকল সুযোগ সুবিধা ভোগ করে শিক্ষা ও জ্ঞান আর্জনের মাধ্যমে সচেতন নাগরিকের ভূমিকা পালন করবে।
দৈনিক বাংলাদেশ আলো পত্রিকায় প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।