ঢাকাবৃহস্পতিবার, ২৩শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, বিকাল ৫:৫৩
আজকের সর্বশেষ সবখবর

দিনাজপুরে আফজাল হোসেন এর নিজ অর্থায়নে (দুধ-কলা-ভাত) দিয়ে এক দিনের সেহরীর খাদ্যসামগ্রী উপহার !!

নিজস্ব প্রতিবেদক
মে ২০, ২০২০ ৭:৪৫ পূর্বাহ্ণ
পঠিত: 192 বার
Link Copied!

দিনাজপুর প্রতিনিধি: মোঃ রিয়াদ হাসান আকাশঃ

দিনাজপুর সুইহারী প্রাইমারী ট্রেনিং ইন্সটিটিউট (পিটিআই) প্রাঙ্গনে (২০শে মে) বুধবার করোনা ভাইরাসের কারণে কর্মহীন, দুস্থ্য, অসহায়, বাস্তহীন ও রোজাদার ব্যক্তিদের সম্মানে ৬৫০টি পরিবারের মাঝে সেহ্রী করতে দুধ, কলা ও চাল উপহার দিলেন প্রাক্তন শহর ছাত্রলীগের যুগ্ন আহবায়ক ও বর্তমান ৪নং ওয়ার্ড আওয়ামীলীগ সদস্য ও ভয়েস ভাউন্ডেশনের (সাধারণ সম্পাদক) আফজাল হোসেন।

এ সময় তিনি বলেন, লকডাউনের কারণে সকল মানুষ কর্মহীন হয়ে পড়েছে, অন্যদিকে রোজা রাখার জন্য শরীরের ক্লান্তি যেন নাস্তানাবুদ করে দেয়, এসব চিন্তা করে এই উদ্দ্যোগ নিয়েছি। সামর্থ্য মতো চেষ্টা করেছি প্রতিটি মানুষের মাঝে এই খাদ্যসামগ্রী দেওয়ার, কিন্তু হয়ে উঠেনি। আমি জানি আমাদের প্রতিটি পাড়া মহল্লায় অনেক বিত্তবান আছে, তারা যদি তাদের সাহায্যের হাত বাড়িয়ে দেয় তবে রোজাদার ব্যক্তিগুলো একটু শান্তিতে রোজাগুলো করতে পারে। এখন মানুষের মাঝে দূর্যোগ চলছে, এ সময় যদি আমরা না দাড়াই তবে মানবিকতা দেখানোর সময় আর পাবো বলে আমার মনে হয় না। সামাজিক দূরত্ব বজায় রেখে এসব মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়

দৈনিক বাংলাদেশ আলো পত্রিকায় প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না