ঢাকাবৃহস্পতিবার, ২৩শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:২১
আজকের সর্বশেষ সবখবর

ফেনী সরকারী কলেজের কর্মচারীদের ঈদ উপহার দিল সাংসদ নিজাম হাজারী!!

নিজস্ব প্রতিবেদক
মে ২১, ২০২০ ৭:৩৭ অপরাহ্ণ
পঠিত: 56 বার
Link Copied!

আবদুল মজিদ, ফেনী সদর প্রতিনিধি:

করোনা প্রাদুর্ভাবের মধ্যে ফেনী সরকারী কলেজের প্রায় ৬০জন কর্মচারীকে ঈদ উপহার দিল সাংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী। বৃহস্পতিবার দুপুরে ছাত্র সংসদ সভাপতি ও কলেজ অধ্যক্ষ প্রফেসর বিমল কান্তি পাল কলেজের কর্মচারীদের হাতে ঈদ উপহার তুলে দেন।

ফেনী কলেজের ছাত্র নেতা তোফায়েল আহম্মদ তপু জনান, আমাদের প্রিয় নেতা সাংসদ নিজাম উদ্দিন হাজারীর পক্ষ থেকে ছাত্র সংসদ ও ছাত্রলীগ পরিবার কলেজে কর্মরত কর্মচারীদের পাশে দাঁড়িয়েছেন। কলেজে ৩য় ও ৪র্থ শ্রেনির ৬০ জন কর্মচারীকে ঈদ উপহার দিয়েছেন।

ঈদ উপহার বিতরণের সময় ছাত্রলীগ সভাপতি তোফায়েল আহম্মদ এবং ছাত্রলীগের সাধারণ সস্পাদক রবিউল হক ভূঞাসহ ছাত্র সংসদের নেতৃবৃন্দ ও কলেজ ছাত্রলীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

দৈনিক বাংলাদেশ আলো পত্রিকায় প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না