মেহেদী হাসান, জেলা প্রতিনিধি, ফেনী:
ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়ন করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া ৫ শতাধিক অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার ও খাদ্য সামগ্রী বিতরণ করেছে জেলা বিএনপি।
আজ বৃহস্পতিবার (২১ মে) দুপুরে ঈদ উপহার বিতরণ করেন জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার ও সদস্য সচিব আলাল উদ্দিন আলাল।
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা মোতাবেক করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরনের সময় জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এয়াকুব নবী ও আনোয়ার হোসেন পাটোয়ারী, সদস্য এডভোকেট পার্থ পাল চৌধুরী, ফেনী সদর উপজেলা বিএনপির আহবায়ক ফজলুর রহমান বকুল , পৌর বিএনপির আহবায়ক দেলোয়ার হোসেন বাবুল ও সদস্য সচিব মেজবাহ উদ্দিন ভূঁইয়া, সদর উপজেলা বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার সাইফুল হক, বালিগাঁও ইউনিয়ন বিএনপির আহবায়ক আইউব আলী ও সদস্য সচিব কাজী কামরুল আহসানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দৈনিক বাংলাদেশ আলো পত্রিকায় প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।