আবদুল মজিদ, ফেনী সদর প্রতিনিধি:
বর্তমানে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে ফেনী জেলায় মসজিদগুলোর ব্যয় নির্বাহে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১ কোটি ৬১ লাখ ৪২ হাজার টাকা অনুদান দিয়েছেন। বৃহস্পতিবার রাতে ইসলামিক ফাউন্ডেশন ফেনীর উপ-পরিচারক মো. মনজুরুল আলম মজুমদার এ তথ্য নিশ্চিত করেন।
ইসলামিক ফাউন্ডেশন সূত্র জানায়, ফেনীতে ৬টি উপজেলা আছে এর মধ্যে সদর উপজেলায় ৯৫৩ টি মসজিদের জন্য ৪৭ লাখ ৬৫ হাজার টাকা, ছাগলনাইয়ায় ৪৯৭টি মসজিদের জন্য ২৪ লাখ ৮৫ হাজার টাকা, পরশুরামে ৩০৯টি মসজিদে ১৫ লাখ ৪৫ হাজার টাকা, ফুলগাজী উপজেলায় ৩৫৯টি মসজিদের জন্য ১৭ লাখ ৯৫ হাজার টাকা, সোনাগাজী ৪৮৪টি মসজিদের জন্য ২৪ লাখ ২০ হাজার টাকা এবং দাগনভূঞার ৬২৭ মসজিদের জন্য ৩১ লাখ ৩৫ হাজার টাকা প্রদান করা হয়েছে।
প্রতিটি মসজিদ ৫ হাজার টাকা করে বরাদ্দ পাবে। উপজেলার মসজিদগুলোর জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কাছে অনুদান চেক প্রদান করা হয়েছে।
দৈনিক বাংলাদেশ আলো পত্রিকায় প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।