বিডি-আলো নিউজ ডেস্ক / আকাশঃ
সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। তুরস্ক, ইন্দোনেশিয়া ও অস্ট্রেলিয়াতেও শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় দেশগুলোতে আগামী ২৪শে মে রোববার পবিত্র ঈদুল ফিতর উদযাপন হবে। করোনার প্রভাবে গোটা বিশ্বের ন্যায় মুসলিম দেশগুলোতেও সামাজিক দূরত্ব নিশ্চিতকল্পে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলা হচ্ছে।
এ কারণে অনেক দেশেই স্বাভাবিকভাবে রমজানের তারাবিহ নামাজ পড়া যায়নি। চলমান করোনার প্রভাবে দেশগুলোতে সীমিত উপস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রেখে ঈদের নামাজ আদায় করা হবে।
দৈনিক বাংলাদেশ আলো পত্রিকায় প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।