মেহেদী হাসান, ফেনী জেলা প্রতিনিধি:
ফেনী জেলার ফুলগাজী উপজেলার আনন্দপুরে বাজারে আজ শুক্রবার সকালে সামাজিক দূরত্ব ভঙ্গ করে আইন অমান্য করায় দোকান খোলা রাখায় ৭ দোকানদার কে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুলতানা নাসরিন কান্তা জানান, নিষেধাজ্ঞা অমান্য করে কাপড় ও জুতার দোকান খোলা রাখায়, সামাজিক দূরত্ব বজায় না রাখা ও স্বাস্থ্যবিধি না মেনে পণ্য বিক্রি করার অপরাধে ৭ দোকানিকে ৯ হাজার ৭শ টাকা জরিমানা করা হয়।
দৈনিক বাংলাদেশ আলো পত্রিকায় প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।