ঢাকাবৃহস্পতিবার, ২৩শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, বিকাল ৪:৪০
আজকের সর্বশেষ সবখবর

” তারুণ্য ফাউন্ডেশন” এর দ্বিতীয় পর্যায়ে উপহার সামগ্রী বিতরণ”

মাহমুদুল হাসান, সাব-এডিটর
মে ২৩, ২০২০ ৪:৩৪ অপরাহ্ণ
পঠিত: 133 বার
Link Copied!

মোতালেব হোসেন,জেলা প্রতিনিধি নাটোর।

নাটোরের বড়াইগ্রামের আহমেদপুর এম.এইচ উচ্চ বিদ্যালয় এর ২০১৪ এস.এস.সি ব্যাচের উদ্যোগ ছোট-বড় কিছু ভাইদের নিয়ে গঠিত হয় তারুণ্য ফাউন্ডেশন। রক্তদান, অসহায় মানুষদের পাশে দাঁড়ানো, সহ বিভিন্ন সামাজিক দুর্যোগে এই সংগঠনটি ২০১৬ সালের ৩০ থেকে কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় বিশ্ব মহামারী করোনাভাইরাস এ অসহায় দরিদ্রদের মাঝে এর পূর্বে তারুণ্য ফাউন্ডেশন অসহায় কর্মহীন মানুষের মাঝে ত্রাণ বিতরণ করে। গতকাল সন্ধ্যায় তারুণ্য ফাউন্ডেশন এর উদ্যোগে ৪৫ জন হতদরিদ্র পরিবার উপহারসামগ্রী।

“তারুণ্য ফাউন্ডেশন “work for humanity ” for humanity “এর পক্ষ থেকে 2য় পর্যায়ে ঈদ উপহার বিতরণ কার্যক্রম সফলভাবে শেষ করা হয়।

প্রতি প্যাকেটে ছিলো:

1)মুরগির মাংস

2) পোলাও এর চাউল

3)সেমাই

4)চিনি

5)চিপস

6)আলু

7)সাবান

8)গুঁড়া দুধ

9)তেল

10)আতর

সন্ধ্যা সাতটা থেকে শুরু করে রাত্রি সাড়ে বারোটা পর্যন্ত মানুষের বাড়ি বাড়ি গিয়ে এই উপহার সামগ্রী পৌঁছে দেন তারুণ্য ফাউন্ডেশন এর বিভিন্ন স্তরের সদস্যরা।

দৈনিক বাংলাদেশ আলো পত্রিকায় প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না