মোঃ বেলাল হোসেন, উপজেলা প্রতিনিধি সুন্দরগঞ্জ, গাইবান্ধা :
শনিবার (২৩ মে) জেলার সুন্দরগঞ্জ উপজেলায় অবস্থিত বিভিন্ন দোকান গুলোতে গত ২ দিন থেকে ক্রেতাদের উপছে পরা ভীড় লক্ষ্য করা গেছে !
করোনা ভাইরাস যেন হার মেনেছে ? ঈদের ক্রেতাদের কাছে ! বিশেষ করে কাপড় ও স্যান্ডেল এর দোকান গুলোতে ক্রেতাদের ভীড় ছিল লক্ষ্যনীয় । কোন প্রকাররের সুরক্ষা ব্যবস্থা ছাড়াই (নূন্যতম মাক্স) শারীরিক দুরত্বের বিষয়টি যেন ভুলে গেছে ক্রেতা – বিক্রেতা সবাই !
দেশে প্রতি দিনই বাড়ছে, করোনায় আক্রান্ত মানুষের সংখ্যা । সাথে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যাও । তবুও মানুষ সচেতন না হয়ে, নিজেরাই তৈরী করছে স্বাস্থ্য ঝুঁকি ! মানুষের এমন অযাচিত ও কান্ড জ্ঞানহীন কার্য কলাপে সংকিত স্বাস্থ্য বিশেষজ্ঞরাও ।
ঈদ উপলক্ষ্যে সরকারী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা করে, সকাল ১০ থেকে বিকেল ০৪ টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে দোকান /ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার সীদ্ধান্তের কথা জানিয়ে ছিল দেশের ব্যবসায়িক সংগঠন গুলো । দুঃখ জনক হলেও সত্য যে, শেষ পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে চলেনি কোন পক্ষই !
এদিকে উপজেলার বামনডাঙ্গা নামক স্থানে সকাল থেকে রাত ৯/১০ টা পর্যন্ত দোকান খোলা রাখার শর্তে । অভিনব কায়দায় স্থানীয় পুলিশের নাম ভাঙ্গিয়ে দোকান মালিকদের কাছ থেকে কয়েক হাজার টাকা হাতিয়ে নিয়েছে একটি চক্র । যা এখন ঐ এলাকার সবচেয়ে আলোচ্য বিষয় !
স্থানীয় পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ছুটিতে থাকায় । টাকা গ্রহনের বিষয়টি জানতে চাইলে ? পুলিশ তদন্ত কেন্দ্রের উপ পরিদর্শক মোঃ কামরুজ্জামান বলেন-“আমরা কারো কাছেই কোন প্রকার টাকা নেইনি । যারা পুলিশের নাম ভাঙ্গিয়ে টাকা নিয়েছে ? আমরা তাদেরকে খোঁজার চেষ্ঠা করছি ।
দৈনিক বাংলাদেশ আলো পত্রিকায় প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।