ঢাকাশনিবার, ১লা এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ, রাত ২:০২
আজকের সর্বশেষ সবখবর

বাগমারায় আ’লীগ নেতা লুৎফর রহমানের ঈদ সামগ্রী বিতরণ।

মাহমুদুল হাসান, সাব-এডিটর
মে ২৩, ২০২০ ৬:৩০ অপরাহ্ণ
পঠিত: 45 বার
Link Copied!

বাগমারা প্রতিনিধি রবিন,   

 

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে রাজশাহীর বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হকের দিকনির্দেশনায় বাসুপাড়া ইউনিয়নে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

 

গত তিন দিন ধরে সাঁইপাড়ায় ইউনিয়ন আ’লীগের দলীয় কার্যালয়ে সামাজিক দুরত্ব বজায় রেখে এক হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেন ইউনিয়ন আ’লীগের সভাপতি, সাবেক চেয়ারম্যান মাস্টার লুৎফর রহমান।

 

করোনা ভাইরাসের কারনে চরম খাদ্য সংকটে পড়ে গরীব, দুস্থ, অসহায়, হতদরিদ্র, ভ্যান চালক, অটো রিক্সা চালাক সহ নিম্ন আয়ের মানুষ। সে সকল মানুষের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে লাচ্চা, সেমাই, চিনি, এবং চাউল প্রদান করেন। ব্যক্তিগত তহবিল থেকে ইউনিয়নের এক হাজার পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান করেন মাস্টার লুৎফর রহমান।

 

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ইউনিয়ন আ’লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল মালেক, সহ-সভাপতি মকবুল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, আ’লীগ নেতা জাবেদ আলী প্রমুখ।

দৈনিক বাংলাদেশ আলো পত্রিকায় প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না