মোঃ আলিমুল ইসলাম, জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম।
আসছে সোমবার পবিত্র ঈদুল ফিতর।ঈদ সারা পৃথিবীর মুসলমানদের খুশির একটি দিন।সেই দিনের জন্য সবাই যার যার সাধ্যমত কেনাকাটা করে থাকেন ঈদের দিনকে আরও জাঁকজমকপূর্ণ করে তোলার জন্য । তারই ধারাবাহিকতায়” সুখাতী বুদ্ধি প্রতিবন্ধী ও অটিজম” বিদ্যালয়ের শিশুদের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্যে ঈদ উপহার হিসেবে কুড়িগ্রামের পুলিশ সুপার জনাব মহিবুল ইসলাম খান (বিপিএম) নিজস্ব বেতন থেকে কেনা কাটা করার জন্যে বিদ্যালয়ের অধ্যক্ষের নিকট দশ হাজার টাকা তুলে দিয়েছেন।
বিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ আলমগীর হোসেন জানান, পুলিশ সুপার মহিবুল (বিপিএম) স্যার কুড়িগ্রাম আসার পর থেকেই আমার বিদ্যালয়ের শিশুদের জন্য মাঝে মধ্যে বিভিন্নভাবে সহোযোগিতা করে আসছেন।তারই ধারাবাহিকতায় স্যার শিশুদের ঈদে সবার জামা কাপড় কেনার জন্যে টাকা পাঠিয়েছেন।
কুড়িগ্রাম বাসী আমরা ধন্য যে ওনার মতো একজন মানুষকে পেয়েছি।
তথ্যমতে,মানবিক পুলিশ সুপারের উপাধি দিয়েছেন কুড়িগ্রামের মানুষ।
দৈনিক বাংলাদেশ আলো পত্রিকায় প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।