সেলিম আহম্মেদ, বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জের ধর্মপাশায় করোনা পরিস্থিতিতে কর্মহীন গরিব দুস্থ ও অসহায় মানুষদের মাঝে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (২৪ মে) বিকেল ৪টার দিকে মেসার্স রাহাত এন্টারপ্রাইজের মালিক জোহার উদ্যোগে উপজেলা সদরের হাসপাতাল রোডস্থ নিজ বাসা থেকে শতাধিক পরিবারের মধ্যে ৩কেজি চাল, ২কেজি আলু, ১কেজি চিনি, ১প্যাকেট সেমাই ও ১প্যাকেট দুধ বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শামীম আহমেদ বিলকিস, গোলাম সারোয়ার মজনু, প্রেসক্লাবের যুগ্ন-সম্পাদক সেলিম আহম্মেদ, সাংবাদিক সাজিদুল হক প্রমুখ।
দৈনিক বাংলাদেশ আলো পত্রিকায় প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।