বাগমারা প্রতিনিধি,রবিন
ঈদের দিন বিকালে মোটরসাইকেল নিয়ে ঘুরাঘুরি এটা যেন প্রতি বছরের ঈদের এক অন্যরকম আনন্দ। কিন্তু এই আনন্দ করতে গিয়ে আজ সোমবার ঈদের দিনেই বাগমারায় ভবানিগঞ্জ টু কেশরহাট রোডে মধ্যদৌলতপুর নামক মোড়ে কিছুক্ষন আগে ঘটে যায় এক মর্মান্তিক দূর্ঘটনা।
ঘটনাস্থলেই এক জনের মৃত্যু হয়,দুই জন বাগমারা উপজেলা হাসপাতালে নেওয়া হয়েছে।তবে নিহতদের নাম-পরিচয় এখনও জানা যায়নি।
স্থানীয় পথচারীরা যানান সুজোকি মোটরসাইকেলে তিন জন খুব গতিতে যাচ্ছিলো এমন সময় তারা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা দিলে তিন জন সিটকে পড়ে যায় এবং ঘটনাস্থলেই একজন মারা যায়।আর বাকি দুইজন গুরুতর আহত হয়। তাদের কে এলাকাবাসী জরুরী হাসপাতালে নিয়ে যায়।কিন্তু দুইজনই আশংকা জনক অবস্থা।
দৈনিক বাংলাদেশ আলো পত্রিকায় প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।