শরিফুল ইসলাম নড়াইলঃ
নড়াইলের লোহাগড়ায় বজ্রপাতে অয়ন কুমার বিশ্বাস (১৩) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার সকালের দিকে উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের রায়গ্রামে এ ঘটনা ঘটে।
অয়ন রায়গ্রাম পূর্বপাড়ার রনজিত বিশ্বাসের ছেলে। সে রায়গ্রাম আর.কে.কে. জনতা মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেনীর ছাত্র।
অয়নের প্রতিবেশি উত্তম কুমার সাহা জানান, বুধবার ভোরবেলা বজ্রসহ বৃষ্টিপাত হচ্ছিলো। বৃষ্টির তীব্রতা একটু কমলে বাড়ির পাশের ইছামতি বিলে কেটে রাখা ধান আনকে যায়। ধান নিয়ে বাড়ি ফেরার পথে হঠাৎ করে বজ্রপাতের ঘটনা ঘটলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
রায়গ্রাম আর.কে.কে. জনতা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ বাবু মিয়া বলেন, ‘ অয়ন আমাদের স্কুলের ৮ম শ্রেণীর ছাত্র। সে মেধাবী এবং ভাল ফুটবল খেলতো। তার মৃত্যুতে বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রছাত্রীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।’
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আশিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।’
দৈনিক বাংলাদেশ আলো পত্রিকায় প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।