ঢাকাশুক্রবার, ২৪শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ভোর ৫:০৪
আজকের সর্বশেষ সবখবর

সরকারী রাস্তার একা‌ধিক গাছ কর্তণ ! ‌কর্তণকারী ব্য‌ক্তির প্রভা‌বে ‌নিশ্চুপ সবাই 

মাহমুদুল হাসান, সাব-এডিটর
মে ২৭, ২০২০ ৩:০১ অপরাহ্ণ
পঠিত: 62 বার
Link Copied!

মোঃ বেলাল হো‌সেন উপ‌জেলা প্র‌তিনি‌ধি, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) :

‌জেলার সুন্দরগ‌ঞ্জ উপ‌জেলায়, গাছ কর্ত‌ণের এমন চাঞ্চল্যকর ঘটনা ঘটে‌ছে ! গতকাল (২৩ মে, ২০২০) ঘটনাস্থ‌লে গে‌লে গাছ কর্ত‌ণের প্রমান পাওয়া যায় ।

 

 

উপ‌জেলার সোনারায় ইউ‌নিয়‌নের প‌শ্চিম শিবরাম মৌজায় কর্তণকৃত গাছ গুলোর অবস্থান হ‌লেও কর্তণকারী বামনডাঙ্গা ইউ‌নিয়‌নের পূর্ব মনমথ মৌজার বা‌‌সিন্দা । স্থানীয়‌দের সা‌থে কথা ব‌লে জানা গে‌ছে যে, বিগত সম‌য়ে (ছ‌বি‌তে চি‌হ্নিত) সরকারী রাস্তার একা‌ধিক গাছ কর্তণ ক‌রে‌ছেন প্রদীপ বর্মণ না‌মের এক প্রভাবশালী ব্য‌ক্তি ! ‌সে পূর্ব মনমথ মৌজার মৃত ন‌লী‌নি কান্ত বর্মনের ছোট ছে‌লে । স্থানীয়রা ব‌লেন- গাছ কর্তণকারী ব্য‌ক্তি বদ‌মেজাজী ও গোঁয়ার প্রকৃ‌তির ! অার সে জন্যই তাঁরা গাছ কর্ত‌ণেরে বিষয়‌টি, স্থানীয় পু‌লিশ, ইউ‌নিয়ন ভূ‌মি কার্যালয় বা ইউ‌,পি চেয়ারম্যান‌কে জানান‌নি !

 

 

গাছ কর্ত‌ণের ব্যাপা‌রে জা‌নতে চাই‌লে- প্রদী‌পের প্র‌তি‌বেশী নেপাল চন্দ্র বর্ম‌নের ছে‌লে কনক চন্দ্র বর্মন ব‌লেন-সরকারী রাস্তার গাছ গু‌লো প্রদীপ বি‌ভিন্ন সম‌য়ে কর্তণ ক‌রে‌ছেন ! তার প্রভা‌বে/ ভ‌য়ে কেউ অ‌ভি‌যোগ করার সাহস পান‌নি !

 

 

সরকারী রাস্তার গাছ কর্তণের বিষয়‌টি জান‌তে চাই‌লে- প্রদীপ বর্মন ব‌লেন- রাস্তা সংলগ্ন জ‌মিটি তার । ঝ‌ড়ে গাছ গু‌লো তার জ‌মি‌তে উপ‌রে প‌রে‌ছিল । তাই উপ‌রে পরা গাছ গু‌লো সে অপসারন ক‌রে‌ছিল ! সরকারী রাস্তার গাছ অপসারন বা কর্ত‌ণের জন্য সং‌শ্লিষ্ট কর্তৃপ‌ক্ষের অনুম‌তি নি‌য়েছি‌লেন ? এমন প্র‌শ্নের উত্ত‌রে তি‌নি নিশ্চুপ থা‌কেন ।

 

 

গাছ কর্ত‌ণের বিষয়ে জান‌তে চাই‌লে সোনারায় ইউনিয়ন ভূ‌মি অ‌ফিসে কর্মরত উপ-সহকারী ভূ‌মি কর্মকর্তা খন্দকার অা‌জিজুর রহমান ব‌লেন । তি‌নি এ ব্যাপা‌রে কিছুই জা‌নেন না ! ত‌বে, রাস্তা সংলগ্ন জ‌মির খ‌তিয়ান নম্বর জানা‌লে তি‌নি বিষয়‌টি দেখ‌বেন ! তা‌কে জ‌মির খ‌তিয়ান নম্বর জানা‌নো হ‌লেও, তি‌নি ঘটনাস্থল প‌রিদর্শ‌নে যান‌নি এবং বিষয়‌টি তার সং‌শ্লিষ্ট কর্তৃপক্ষ‌কেও জানান‌নি !

 

 

সরকারী রাস্তার গাছ কর্ত‌ণের বিষয়‌টি তদন্ত পূর্বক, জ‌ড়িত ব্য‌ক্তি/ব্য‌ক্তি‌দের বিরু‌দ্ধে যথাযথ আইনীচ ব্যবস্থা গ্রহ‌নের দাবী জানান স্থানীয় বা‌সিন্দারা ।

দৈনিক বাংলাদেশ আলো পত্রিকায় প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না