ঢাকামঙ্গলবার, ২৮শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, দুপুর ২:২২
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রাম বাঁশখালীতে “স্বর্নের দোকানে ইয়াবা ব্যবসা” র‌্যাব-৭ এর অভিযানে ১জন গ্ৰেফতার!

মাহমুদুল হাসান, সাব-এডিটর
মে ২৭, ২০২০ ৯:০৫ অপরাহ্ণ
পঠিত: 32 বার
Link Copied!

প্রকাশ দেব, চট্টগ্রাম।

চট্টগ্রামের বাঁশখালীতে ইয়াবাসহ এক স্বর্ণ ব্যবসায়ীকে আটক করেছে । আটককৃতের নাম রুবেল কুমার নাথ (৩৬)। আজ বুধবারা (২৭ মে) উপজেলার শীলকূপ টইম বাজারের শেফালী জুয়েলার্সে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২৯০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃত রুবেল কুমার নাথ উপজেলার পূর্ব চাম্বল এলাকার প্রেম হরি নাথের ছেলে।

 

র‌্যাব জানায়, আটককৃত রুবেল কুমার নাথ দীর্ঘদিন ধরে স্বর্ণের দোকানের আড়ালে ইয়াবার ব্যবসা করে আসছিলেন এমন খবর পেয়ে বুধবার বাঁশখালীর শীলকূপ টইম বাজারের শেফালী জুয়েলার্সে অভিযান চালানো হয়। এ সময় ২ হাজার ৯০০ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। রুবেল কুমার নাথের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে বাঁশখালী থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানায় র‌্যাব।

দৈনিক বাংলাদেশ আলো পত্রিকায় প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না