বাগমারা প্রতিনিধি রবিন
বাগমারা উপজেলার হামিরকুৎসা ইউপির খলশেখুড়ি মাঠে স্থাপিত গভীর নলকূপে দীর্ঘদিন বৈদ্যুতিক সংযোগ না পাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন উক্ত মাঠের কৃষক। ডিজেল চালিত মেশিনে ঠিক মতো পানির যোগান দেওয়া ও যান্ত্রিক ত্রুটির কারনে এমন সমস্যা হয় বলে মাঠির কৃষকগণ জানান। ঠিকমতো জমিতে পানি সেচ না দেওয়ায় ফসলের তেমন ফলন পাচ্ছেন না। প্রতিবছরই তাদের লোকসানের সম্মুখীন হতে হচ্ছে। তারা বলেন সরকার সবসময় কৃষক বান্ধব হলেও পল্লীবিদ্যুতের সদিচ্ছার অভাবে উক্ত মাঠে অবস্থিত গভীর নলকূপে বিদ্যুৎ সংযোগ পাওয়া সম্ভব হচ্ছে না। কৃষকগণ আরও বলেন ৩/৪ টা খুঁটি স্থাপন করে উক্ত গভীর নলকূপে অল্প সময়ের মধ্যে সংযোগ দেওয়া সম্ভব। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগের মাধ্যমে তাদের জমিতে পানি সেচ ঠিক মতো দেওয়া হলে তাদের ফসলের আরও বেশি ফলন হবে সেই সাথে দেশের খাদ্য ঘাটতির আরও অবসান হবে বলে তারা মনে করেন। গভীর নলকূপে মালিক বলেন তারা অনেক চেষ্টা করে বিদ্যুৎ সংযোগ না পেয়ে ডিজেল চালিত মেশিন দিয়ে সাধ্যমতো চেষ্টা করছেন কৃষকের জমিতে পানি সেচ ঠিক মতো দেওয়ার। তারা বলেন বিদুৎ সংযোগ পেলে যেসমস্যা আছে তা সমাধান করা সম্ভব।
দৈনিক বাংলাদেশ আলো পত্রিকায় প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।