ঢাকামঙ্গলবার, ২৮শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, দুপুর ২:৩৪
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামের ফিরিঙ্গীবাজার ওয়ার্ড কাউন্সিলর স্বপরিবারে করোনা আক্রান্ত!

মাহমুদুল হাসান, সাব-এডিটর
মে ২৮, ২০২০ ৩:১৮ অপরাহ্ণ
পঠিত: 32 বার
Link Copied!

প্রকাশ দেব, চট্টগ্রাম।

 

 

 

চসিক কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব তার পরিবারের চার সদস্যসহ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। আজ বুধবার (২৭ মে) চট্টগ্রামের বিআইটিআইডি থেকে ওই পরিবারের পাঁচজন সদস্যের শরীরে করোনার আক্রান্ত হয়েছে বলে নিশ্চিত করা হয়।

 

নগরীর ফিরিঙ্গীবাজার ওয়ার্ডের কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লবের (৪৮) পরিবারের ৬, ১০ ও ১৪ বছর বয়সী তিন শিশুর মধ্যে করোনাভাইরাসের জীবাণু মিলেছে। এছাড়া ওই পরিবারের ৩৮ বছর বয়সী এক সদস্যও আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।

 

এর আগে মঙ্গলবার (২৬ মে) করোনা সন্দেহে নিজের ও পরিবারের সদস্যদের নিয়ে নমুনা দেন হাসান মুরাদ বিল্পব।

দৈনিক বাংলাদেশ আলো পত্রিকায় প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না