মেহেদী হাসান, জেলা প্রতিনিধি-ফেনী
সোনাগাজীতে জহিরুল ইসলাম জিয়া (২১) নামে ধর্ষণ মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে তাকে উপজেলার চরদরবেশ ইউনিয়নের উপকূলীয় চরাঞ্চল এলাকার থেকে পুলিশ কৃষক বেশে তাকে গ্রেপ্তার করে। আসামী জহিরুল চরদরবেশ ইউনিয়ন পরিষদ সদস্য আবু সুফিয়ানের ছেলে।
পুলিশ জানায়, বুধবার উপজেলার চরদরবেশ ইউনিয়নের এক তরুণীকে বিয়ের প্রলোভনে ধর্ষণ করে জহিরুল ইসলাম জিয়া। পরে ওই তরুণী বাদী হয়ে জহিরুলের বিরুদ্ধে
থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। বৃহস্পতিবার আসামীকে গ্রেপ্তারে চরদরবেশ ইউনিয়নের উপকূলীয় চরাঞ্চল এলাকায় অভিযান চালায়। এসময় মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ শহিদুল ইসলাম ও এএসআই মোঃ নুর আল আহসান লুঙ্গি, গামছা ও গেঞ্জি পরে কৃষক সেজে চরাঞ্চল থেকে জহিরুলকে গ্রেপ্তার করেন।
সোনাগাজী মডেল থানার ওসি মোহাম্মদ সাজেদুল ইসলাম জানান, নির্যাতিত তরুণীকে বৃহস্পতিবার শারীরিক পরীক্ষার জন্য ফেনী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
দৈনিক বাংলাদেশ আলো পত্রিকায় প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।