ঢাকাশনিবার, ১লা এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ, রাত ১:০৯
আজকের সর্বশেষ সবখবর

ফেনী জেলার সোনাগাজীতে করোনা উপসর্গ নিয়ে ১ যুবকের মৃত্যু!

বিডি আলো ডেস্ক
মে ২৯, ২০২০ ১২:১৮ অপরাহ্ণ
পঠিত: 81 বার
Link Copied!

মেহেদী হাসান, জেলা প্রতিনিধি-ফেনী

সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নের পাইকপাড়া গ্রামে করোনা উপসর্গ নিয়ে এক যুবকের মূত্যু হয়েছে। মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।

 

ওই সূত্র জানায়, পাইকপাড়া গ্রামের মুহুরি বাড়ির মৃত আবদুর রবের ছেলে দাউদুল ইসলাম সবুজ চট্রগ্রামে একটি কারখানায় কর্মরত ছিলেন।গত ৮ দিন আগে জ্বর কাশি দেখা দিলে তিনি বাড়ি চলে আসেন ।এতে তিনি ধীরে ধীরে বেশি অসুস্থ হয়ে পড়েন। গতকাল (বৃহস্পতিবার) বিকাল ৩ টার দিকে মারা যান।

বিকালেই বিশেষ ব্যবস্থায় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

 

খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য বিভাগ থেকে একটি টিম ওই বাড়িতে তার নমুনা সংগ্রহ করে। এ সময় ইউপি চেয়ারম্যান ইসহাক খোকন, স্বাস্থ্যকর্মী একরামুল হক মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন।

 

এদিকে সবুজের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।স্থানীয়দের মাঝে আতংক বিরাজ করছে।ইউপি চেয়ারম্যান ইসহাক খোকন সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান।

দৈনিক বাংলাদেশ আলো পত্রিকায় প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না