মেহেদী হাসান, জেলা প্রতিনিধি-ফেনী
ফেনী সদর উপজেলার কাজিরবাগ ইউনিয়নের পূর্ব কাজিরবাগ এলাকায় বজ্রপাতে মো: ইকবাল হোসেন নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
এলাকাবাসী জানায়, সকাল ১০টার দিকে বাড়ি থেকে বের হয়ে হাটছিলেন ওই এলাকার পাটোয়ারি বাড়ির এয়ার আহমদের ছেলে ইকবাল হোসেন (২০)। হঠাৎ বর্জ্রপাতে ঘটনাস্থলে সে মারা যায়। নিহত ইকবাল দুই ভাই ও এক বোনের মধ্যে সবার বড়। বিকাল ৪টায় নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
কাজিরবাগ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী বুলবুল আহমেদ সোহাগ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত ইকবাল রানীরহাট ও কাজিরবাগ বাজারে সবজি বিক্রি করতো।
দৈনিক বাংলাদেশ আলো পত্রিকায় প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।