মেহেদী হাসান, জেলা প্রতিনিধি-ফেনী
ফেনীতে মাদক বিরোধী ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই মাদক কারবারীকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজজামান। আজ সোমবার বিকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্টেট মো. মনিরুজজামান ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আবদুল হামিদ মাদক বিরোধী অভিযানে বের হয়।
এ সময় ফেনী শহরের আপ্যায়ন আফরোজ টাওয়ারের সামনে অভিযান পরিচালনা করে চৌদ্দগ্রাম উপজেলার শিলরী গ্রামের নুর ইসলামের ছেলে আবু নাছের (৩৫) ও ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়নের বাহার মিয়ার ছেলে এয়ার আহম্মদ বাবুল (২৮) কে গাঁজা সহ আটক করে। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজজামান, এয়ার আহম্মদ বাবুল কে ৩ মাস ও আবু নাছেরকে ১ মাসের কারাদণ্ড প্রদান করেন। অভিযানে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক অমর কুমার সেন, উপ-পরিদর্শক আবুল বাশার, শাহীন শওকত, সায়েম মিয়া সঙ্গীয় র্ফোস উপস্থিত ছিলেন
দৈনিক বাংলাদেশ আলো পত্রিকায় প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।